ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউকে হারিয়ে সেমিতে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ম্যানইউকে হারিয়ে সেমিতে আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ ‘এফ এ’ কাপের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে গানারদের জয়ের নায়ক সাবেক ম্যানইউ তারকা ড্যানি ওয়েলবেক।



ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে রুনি-ডি মারিয়ারা। কিন্তু, দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ওয়েলবেকের গোলে হতবম্ব হয়ে যায় ম্যানইউর সমর্থকরা। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে ব্যাক পাস দিলে তা জালে জড়ান ওয়েলবেক। এই গোলেই ২-১ এ পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। ৭৭ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা দশজনের দলে পরিণত হয়।

ডি-বক্সের ডান প্রান্ত থেকে সান্তি কাজোর্লাকে কাটিয়ে পেনাল্টি বক্সে প্রবেশের আগ মুহূর্তে অ্যারন রামসিকে অতিক্রম করার সময় পড়ে যান ডি মারিয়া। ফ্রি-কিক পাওয়ার বদলে উল্টো ডাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া। এর পরপরই পেছন থেকে রেফারি জার্সি টান দেওয়ার জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এর আগে প্রথমার্ধের ২৫ মিনিটে চেম্বারলিনের অ্যাসিস্ট থেকে আর্সেনালকে লিড এনে দেন নাচো মোনরিয়েল। পিছিয়ে পড়ার চার মিনিট পরেই সমতায় ফিরে ম্যানইউ। ডান প্রান্ত থেকে ডি মারিয়ার ক্রস থেকে হেডে গোল আদায় করে নেন ওয়েইন রুনি। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

উল্লেখ্য, ব্রাডফোর্ড সিটি ও রিডিংয়ের মধ্যকার ম্যাচে জয়ী দল আর্সেনালের সঙ্গে সেমিতে মুখোমুখি হবে। ওয়েম্বলি স্টেডিয়ামে ১৮ এপ্রিল প্রথম সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় সেমিতে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ হবে লিভারপুল অথবা ব্ল্যাকবার্ন রবার্স।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘন্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।