বাংলাদেশে ফুটসাল নিয়ে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রায় শূন্য অবস্থা থেকে যাত্রা শুরু করলেও লক্ষ্য বিশাল।
রবিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন নিয়োগ পাওয়া ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাকেই ঘিরে শুরু হচ্ছে ফুটসালের এই নতুন যাত্রা। সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এই যাত্রা দীর্ঘমেয়াদি। এখান থেকে আর পেছনে ফিরে যাওয়া নয়। ভবিষ্যৎ পরিকল্পনা একেবারে স্পষ্ট, পুরুষ দলের পাশাপাশি খুব শিগগিরই নারী দল গঠন করব। ফুটসালে বাংলাদেশ কোনোভাবেই পিছিয়ে থাকবে না। ’
নারী ফুটসাল নিয়ে আশাবাদী কোচ সাঈদ খোদারাহমিও। তিনি বলেন, ‘আপনাদের দেশের অর্ধেক মানুষ নারী। তারা কি ফুটসাল ভালোবাসে না? আমি বিশ্বাস করি, তারা ভালোবাসে। তাই আমার পরিকল্পনায় নারী ফুটসাল অন্যতম অগ্রাধিকার। ’
তিনি আরও বলেন, ‘নারীদের সমর্থন দিন, যুবকদের সমর্থন দিন, সাঈদকে সমর্থন দিন। আমাকে ফেরত পাঠাবেন না। ’
ইরানে দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা থেকে সাঈদ জানান, ‘বাংলাদেশের আবহাওয়া ফুটসালের জন্য উপযোগী। কখনো বৃষ্টি, কখনো গরম; সব পরিবেশেই ইনডোর ফুটসাল খেলা সম্ভব। ’
তবে এখনো দেশে ফুটসালের জন্য নির্দিষ্ট কোনো ইনডোর স্টেডিয়াম নেই। আপাতত মিরপুর ইনডোর স্টেডিয়ামেই বাছাইপর্বের প্রস্তুতি চলছে। সেখানে ৫১ জন প্রাথমিক ফুটবলার নিয়ে শুরু হয়েছে ক্যাম্প, যেখান থেকে গড়া হবে চূড়ান্ত ১৪ সদস্যের স্কোয়াড; যার মধ্যে থাকবেন দুই গোলরক্ষক।
আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় বসবে এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়ন ইরান, স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
এই কঠিন গ্রুপেও আশাবাদী বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমরা জানি প্রতিপক্ষরা খুবই শক্তিশালী। তবে ভয় পাই না। বাংলাদেশের পতাকা নিয়ে যখন মাঠে নামি, তখন কোনোভাবেই পিছিয়ে পড়ি না। ফাইটিং ম্যাচ হবে, এটা নিশ্চিত। ’
ফুটসালে এই যাত্রা দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন তাবিথ আউয়াল, ‘আমরা লিগ চালু করব। সরকার, ফিফা; সব পক্ষের সঙ্গে সমন্বয় করে শক্ত ভিত গড়ে তুলব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, দেশের ফুটবল মাল্টি-ডাইমেনশনাল হবে। আর মাত্র ৯ মাসেই আমরা ফুটবলে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। ’
নারীরা আগেও সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে সুযোগ-সুবিধার দিক থেকে এখনও তারা অনেকটাই পিছিয়ে। এবার যদি ফুটসালে তাদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য খুলে দিতে পারে এক নতুন সম্ভাবনার দরজা।
এআর/আরইউ