ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্দা উঠলো ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
পর্দা উঠলো ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধান ও কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে “রানার গ্রুপ ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০১৫” শুরু হয়েছে। গলফ চ্যাম্পিয়নশিপটি ১১ হতে ১৪ মার্চ এই চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ মোট ৮টি দেশ অংশ নিচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৯৮২ সালে প্রথম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাপিম্পয়নশিপ শুরু হয়। আন্তর্জাতিক মানের এ খেলাটি রানার গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

এরআগে দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ, ৩০তম বিএজিসি অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অবঃ),  টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), রানার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ)ও বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম-সচিব কর্ণেল সরদার হাসান কবির (অবঃ) উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, 'এটি ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টে। বাংলাদেশ থেকে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা অংশ নিচ্ছেন। আমি আশা করি তারা গতবারের মতো এবারও বাংলাদেশ দলে তাদের সাফল্যের ধারা বজায় রাখবে। '

আর রানার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ) বলেন, 'আমরা এ ধরণের একটি আয়োজনের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুবই আনন্দিত। আপনারা জেনে খুশী হবেন যে, রানার গ্রুপ এই নিয়ে পাঁচটি টুর্নামেন্টে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে গলফের সাথে আছে। ভবিষ্যতেও আমরা গলফের সাথেই থাকবো। '

আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও আফগানিস্থান, ভূটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও থাইলান্ড এর শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করছেন। ৩৬ জন বিদেশী গলফারসহ সর্বমোট ১৮৫ জন গলফার (পুরুষ ১৬৪ ও মহিলা ২১) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আন্তর্জাতিক মানের কুর্মিটোলা গলফ ক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

আগামী ১৪ মার্চ এই প্রতিযোগিতার সমাপনী দিনে চুড়ান্ত বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামূল বারী।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।