ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স

ঢাকা: বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের আগে ফেডারেশনগুলো খানিকটা প্রাণ ফিরে পায়। এবারও তার ব্যাতিক্রম হয়নি।

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে আগামী ২৮ মার্চ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা।

প্রতিযোগিতা সিনিয়র (পুরুষ ও মহিলা), বয়সভিত্তিক (১০ থেকে ১৪) এবং বালক-বালিকা বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ক্লাব/ক্রীড়া সংস্থাগুলোকে এক হাজার টাকা (এন্ট্রি ফি) জমা দিতে বলা হয়েছে।

এছাড়া আরও এক হাজার টাকা ২০১৪-১৫ অর্থ বছরের সদস্য চাঁদাসহ (যারা পরিশোধ করেননি) মোট দুই হাজার টাকা এবং খেলোয়াড় ও কোচের নামের তালিকা আগামী ২৫ মার্চের মধ্যে জিমন্যাস্টিক্স ফেডারেশনে জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘন্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।