ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হেরেও শেষ আটে রিয়াল

স্পোর্টন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
হেরেও শেষ আটে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: সান্তিয়াগো বার্নাব্যুতে দুঃসপ্নময় এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শালকের কাছে ৪-৩ গোলের পরাজয়।

আর এক গোল হজম করলেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নকআউট পর্বের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রোনালদো-বেনজেমারা।

প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান ফাকসের গোলে লিড নেয় শালকে। পাঁচ মিনিট পরেই টনি ক্রুসের কর্ণার কিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে সমতায় ফেরে স্বাগতিক রিয়াল। এই গোলের মধ্য দিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিওনেল মেসিকে পেছনে পেলে সর্বোচ্চ গোলদাতা (৭৭) বনে যান সি আর সেভেন খ্যাত রোনালদো।

সাবেক রিয়াল স্ট্রাইকার হান্টেলারের গোলে আবারো লিড নেয় শালকে। এবারও পাঁচ মিনিট পর প্রথমার্ধের শেষ মিনিটে সমতায় ফেরে লস ব্লাঙ্কসরা। স্বদেশী রাইট ব্যাক ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে করিম বেনজেমার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে গিয়েও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৫৭ মিনিটেই জার্মানির তরুণ মিডফিল্ডার লিরয় সেনের গোলে সমতায় ফেরে শালকে।

নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে ডাচ স্ট্রাইকার হান্টেলার শালকের হয়ে চতুর্থ ও নিজের জোড়া গোল পূরণ করেন। ৪-৩ গোলে পিছিয়ে পড়ে রীতিমত দিশেহারা হয়ে যায় কার্লো আনচেত্তির শিষ্যরা। অপরদিকে শালকের দরকার ছিল মাত্র একটি গোল। ৮৪ মিনিটে এগিয়ে যাওয়ার পর শেষ অবধি রিয়ালের রক্ষনে হামলে পড়ে হান্টেলাররা।

রিয়ালের জালে আর একবার বল পাঠাতে পারলেই দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়াত ৫-৫। অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠে যেত শালকে। তাইতো শেষ দিকে নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয় পেপে-ভারানদের। আর রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তো চার গোল হজম করে এমনিতেই বিপর্যস্ত ছিল। শেষ রক্ষা হওয়ায় ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেই মাঠ ছাড়ে বেল-রোনালদোরা।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘন্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।