ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেখ জামালকে হারিয়ে যুবাদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
শেখ জামালকে হারিয়ে যুবাদের জয় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম প্রস্তুতি ম্যাচে মোহামেডানের বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। রোববার বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জামালকে ১-০ গোলে পরাজিত করে ক্রুইফের শিষ্যরা।

ম্যাচে একমাত্র জয় সূচক গোলটি করেন জুয়েল রানা।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্বক মেজাজে খেলতে থাকে অনূর্ধ্ব-২৩ দল। আর প্রথমার্ধের শেষ সময়ে সোহেল রানার ক্রসকে কাজে লাগিয়ে গোল করেন জুয়েল রানা। আর ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুবা দলটি।

দ্বিতীয়ার্ধেরও বেশ কিছু আক্রমণ ছিল অনূর্ধ্ব দলটির। জাতীয় দলের তকলিছ আহমেদ বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে অনূর্ধ্ব দলটি। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেন নি দেশ সেরা অন্যতম ফরোয়ার্ড হেমন্ত ভিনসেন্ট।

ম্যাচ শেষে মুখে কুলুপ এটে বসে থাকলেন হেড কোচ ক্রুইফ। তবে দলটির সহকারী কোচ সাইফুল বারী টিটু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি জানান, ‘আজ ম্যাচে যুব দলটি ভালো খেলেছে। তবে এটি যথেষ্ট নয়। কারণ প্রতিপক্ষ দলগুলো বেশ শক্তিশালী। তাই আরো ভালো খেলতে হবে। প্রতিটি ম্যাচেই সতর্ক থাকতে হবে। আমরা চেষ্টা করবো ম্যাচগুলোতে দ্রুত কাউন্টার পদ্ধতিতে খেলতে। ’

তিনি আরও যোগ করেন,  ‘দলে বেশ কিছু ইনজুরি আছে এখনও। শুধু মাত্র আক্রমণভাগ বা রক্ষণভাগের উপর নির্ভর করলে চলবে না। পুরো টিমকেই ভালো খেলতে হবে। কারণ ভারত ছাড়া উজবেকিস্তান ও সিরিয়া দুটি দলই ফিফা ৠাঙ্কিংয়ে বেশ এগিয়ে। প্রথম ম্যাচের উপর দলটির পুরো গতিপথ নির্ভর করছে। ’

উল্লেখ্য, অলিম্পিক প্রাক ও এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের আগে সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ দলটির। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুর যাওয়া হয়নি তাদের। এরই ধারাবাহিকতায় দেশেই প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম প্রস্তুতি ম্যাচে  ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে ২-০ গোলে পরাজিত হয় অনূর্ধ্ব-২৩ জাতীয় দল।

আগামী ২৭ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে ভারত বনাম সিরিয়া। আর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা মাঠে নামছে উজবেকিস্তানের বিপক্ষে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টটি ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।
       
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।