ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

তরুন গলফার আফনানের সাফল্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, মার্চ ২২, ২০১৫
তরুন গলফার আফনানের সাফল্য

ঢাকা: চীনের শেনজেনে ১৮ থেকে ২০ শে মার্চ ২০১৫ পর্যন্ত ফালদো সিরিজ এশিয়া গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে বাংলাদেশ থেকে ৪জন গলফার অংশগ্রহন করে বেশ ভালো ফলাফল অর্জন করেন।



এ টুর্নামেন্টে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেন বাংলাদেশী তরুণ গলফার আফনান।

অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির ব্যক্তিগত ইভেন্টের এ খেলায় বাংলাদেশের আফনান মাহমুদ (মাহি) তিন রাউন্ডের খেলায় সর্বমোট +১ স্কোর করে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেন। আফনানের দ্বিতীয় রাউন্ডের স্কোর ছিল ‘-৫’।

তার ৩ দিনের স্কোর যথাক্রমে +৫, -৩, -১,  যা বিদেশের মাটিতে আফনানের ব্যক্তিগত ও বাংলাদেশের যে কোন জুনিয়র গলফারের সেরা স্কোর।

বিশ্ব গলফ ৠাঙ্কিংয়ে ’ডি’ ক্যাটাগরী ভুক্ত বয়স ভিত্তিক এ খেলায় এশিয়ার ২০ টি দেশের সর্বমোট ৯৫ জন সেরা গলফার অংশ নেন।

এশিয়ার সেরা গলফারদের সাথে আমেরিকা, ইউরোপ, জাপান, অষ্ট্রেলিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন গলফাররা বিশ্বের সর্ববৃহৎ এই জুনিয়র টুর্নামেন্ট এ অংশ নিয়ে থাকেন। জাপানের  ইউকি কামাসো যুক্তরাষ্ট্রের সেরা এ্যামেচার গলফার বোচাইকে ১ স্ট্রোকে পরাজিত করে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

আফনান ছাড়াও বাংলাদেশ থেকে রাসেল (স্কোর +৭), আকবর (+৮) ও নাদিম (স্কোর +১১) বিভিন্ন বয়স ক্যাটাগরিতে এ টুর্নামেন্টে অংশ নেয়।

বাংলাদেশষ সময়: ২০৫৭ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।