বিশ্বকাপে মনোমুগ্ধকর খেলা উপহার দিয়ে সমর্থকদের মন জয় করা টাইগার বাহিনী দেশে ফিরেছে। দেশের মাটিতে ফিরে বিমানবন্দরে প্রিয় সমর্থকদের দেখে অধিনায়ক মাশরাফির গলায় ঝড়ে পড়লো আক্ষেপ।
বিশ্বমঞ্চে সমর্থকদের হৃদয় জয় করে প্রায় দুই মাসের সফর শেষে রোববার (২২ মার্চ) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে দেশে ফেরে মাশরাফি বিন মর্তুজার দল।
শাহজালাল বিমানবন্দরে নেমে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন টাইগার দলপতি।
তিনি বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলেছি। যখন যে ম্যাচে জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি। আপনারা জানেন, ২০১৪ সালে আমাদের সময়টা ভালো কাটেনি। এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আমরা দুটি ম্যাচেই হেরেছিলাম।
মাশরাফি আরও যোগ করেন, আমরা আল্লাহর রহমতে বিশ্বমঞ্চে ভালো খেলেছি। পারফরম্যান্সের এই গ্রাফ যদি আমরা ধরে রাখতে পারি তবে দল আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, এ আসরে মাহামুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে। মুশফিক গত কয়েক বছর ধরেই ভালো খেলছে। আর বোলিংয়ে তাসকিন অসাধারণ বোলিং করেছে। রুবেল-সাব্বিরও ভালো খেলেছে।
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, আপনারা সবাই দেখেছেন ওই ম্যাচে কী ঘটেছে। আমি নিজেও বিশ্বাস করি, ম্যাচের ওই পয়েন্টগুলো যদি আমাদের পক্ষে থাকতো, সময়মতো উইকেটগুলি যদি পেতাম তাহলে ম্যাচটি আমরাই জিততাম।
এর আগে টাইগারদের ফিরে আসার খবর পেয়ে রোববার দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হাজার-হাজার সমর্থকরা ভিড় করতে থাকেন প্রিয় দলকে সংবর্ধনা জানাতে।
ব্যানার, প্ল্যাকার্ড হাতে ক্রিকেটারদের প্রতি শুভেচ্ছাবার্তা সম্বলিত ব্যানারে ছেয়ে যায় বিমানবন্দরের সামনের চত্বর। বিমানবন্দরের সামনে পুলিশবক্সের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫