ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট সোমবার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট সোমবার শুরু

ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫’।

তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা রাজধানীর পুরানা পল্টনে ঢাকা ভলিবল স্টেডিয়ামে সোম থেকে বুধবার (২৩ থেকে ২৫ মার্চ) পর্যন্ত চলবে।



রোববার (২২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্টের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ‘গেমস অ্যান্ড ওয়েলফেয়ার’ বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ও ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক (এক) অ্যাড. ফজলে রাব্বি বাবুল, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ।

এবারের ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে ৯টি সার্ভিসেস/সংস্থা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

প্রতিযোগিতার সেরা তিনজন খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।