ঢাকা: ১৬-২২ মার্চ-২০১৫ পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে দলগত ইভেন্টে সিলভার মেডেল জয়ী বাংলাদেশ আরচ্যারী দল (শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম এবং মোহাম্মদ দুরুল হুদা) রোববার দুপুরে দেশে ফিরেছে।
দলটি কোয়ালিফিকেশন রাউন্ডে র্যাঙ্কিংয়ে ৯ম হয়ে পরবর্তীতে ১/৮ খেলায় র্যাঙ্কিংয়ে ৮ম চায়নাকে ৫-৪ সেট পয়েন্টে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ে ১ম চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। আর সেমিফাইনালে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে র্যাঙ্কিংয়ে ৫ম ভারতকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। তবে, ফাইনালে র্যাঙ্কিংয়ে ২য় রাশিয়ার নিকট বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে দলগত ইভেন্টে সিলভার মেডেল জয় লাভ করে।
অপরদিকে রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ব্যক্তিগত ইভেন্টে শেখ সজিব ১/৪৮ খেলায় বাই পেয়ে ১/২৪ খেলায় মালয়েশিয়ার মুহাম্মদ নরহাইরুলনিজাম রোশদি কে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হয়। ১/১৬ খেলায় বাংলাদেশ আরচ্যারী দলের শেখ সজিব থাইল্যান্ডের উথায়া থামোং কে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার সালসাবিলা আগাথা এর নিকট ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্যক্তিগতভাবে ৯ম স্থান অধিকার করে।
এ আসরে মোট ৩০ টি দেশ অংশ নেয়। আর এ সফরে বাংলাদেশ আরচ্যারী দলকে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫