ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

২৩ জনের চূড়ান্ত দল প্রদান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, মার্চ ২২, ২০১৫
২৩ জনের চূড়ান্ত দল প্রদান

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ যুব দল। ২৬ জন থেকে ২৩ জনে নামিয়ে আনা হয়েছে দলটি।

আগামী ২৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

রোববার বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২য় প্রস্তুতি ম্যাচের পরেই ২৩ জনের চূড়ান্ত তালিকা প্রদান করেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। ন্যাশনাল টিমস কমিটি চূড়ান্ত দলটি অনুমোদন করেছে।

২৩ জনের চূড়ান্ত দল: শেখ রাসেলের রাসেল মাহমুদ, তপু বর্মন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, এ এস ইউসুফ সিফাত, শেখ জামালের রায়হান হাসান, ইয়াছিন খান, সোহেল রানা, রুবেল মিয়া, তকলিস আহমেদ, আবাহনীর নাহিদুল ইসলাম নাহিদ, আতিকুর রহমান ফাহাদ, শাহেদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজিব, সাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, ওমর ফারুক বাবু, ওয়াহেদ আহমেদ, মোহামেডানের নুরুল নাইম ফয়সাল, জুয়েল রানা, মোঃ হোসেন সুজন, ব্রাদার্সের মেজবাহ উদ্দিন, কায়সার আলী রাব্বি, বিজেএমসির মোহাম্মদ নাঈম।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।