ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে অতিথি হিসেবে মাঠে নামে ম্যানচেষ্টার ইউনাইটেড এবং স্বাগতিক হিসেবে ঘরের মাঠ অ্যানফিল্ডে নামে লিভারপুল। তবে, ঘরের মাঠেও হারের স্বাদ পেল লিভারপুল।
এ পরাজয়ের ফলে প্রায় হারতে ভুলে যাওয়া ব্রেন্ডন রজার্স শিষ্যরা একরকম লজ্জাই পেল। কারণ এই ম্যানইউয়ের কাছেই প্রায় তিন মাস আগে হেরেছিল লিভারপুল।
ম্যানইউয়ের হয়ে ম্যাচের ১৪ মিনিটেই গোল করেন হুয়ান মাতা। আন্দ্রের হেরেরার অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড নেন মাতা। তার একমাত্র এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। বিরতির পরে প্রথম মিনিটেই দশ জনের দলে পরিণত হয় লিভারপুল। স্টিভেন জেরার্ড প্রতিপক্ষের মাতা এবং হেরেরার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দশ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৫৯তম মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মাতা। ফলে, ২-০তে এগিয়ে যায় অতিথিরা।
তবে, দশ মিনিটের মাথায় (ম্যাচের ৬৯তম মিনিট) ব্যবধান কমান লিভারপুলের ড্যানিয়েল স্টুরিজ। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। পেনাল্টির সে সুযোগকে কাজে লাগাতে পারেননি ওয়েইন রুনি। স্বাগতিক গোলরক্ষক সাইমন মিগনোলেট ঝাপিয়ে পড়ে রুনির পেনাল্টি শট রুখে দেন।
বাকি সময়টুকুতে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রইল ম্যানচেষ্টার ইউনাইটেড। ৩০ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। আর পরের স্থানে থাকা লিভারপুল সমান ম্যাচ খেলে অর্জন করেছে ৫৪ পয়েন্ট। টেবিলের শীর্ষে রয়েছে চেলসি।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৫