ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

সাবিনা একাই করলেন ১৬ গোল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৪, মার্চ ২৩, ২০১৫
সাবিনা একাই করলেন ১৬ গোল! ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার মাঠে হালি হালি গোল করার রেকর্ড রয়েছে সাবিনার। এবার মালদ্বীপেও গোলের ধারা বজায় রেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন।



রোববার (২২ মার্চ) মধ্যরাতে সাবিনার দল প্রতিপক্ষ মালদ্বীপ পুলিশ ক্লাব পিজি ক্লাবের বিপক্ষে ২৫ গোল করে।

আর ম্যাচে ৫টি হ্যাটট্রিকের মাধ্যমে ১৬টি গোলই ছিল সাবিনা খাতুনের। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের নারী ফুটবল প্রতিযোগিতায় সাবিনার পরবর্তী ম্যাচ ২৭ মার্চ ক্লাব এমআর ডিসি দলের বিপক্ষে।

উল্লেখ্য, সাবিনা খাতুন দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে মালদ্বীপ খেলতে গেলেন।

বাংলাদেশ সময়:  ০৪০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।