ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

রেমির গোলে চেলসির রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মার্চ ২৩, ২০১৫
রেমির গোলে চেলসির রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: লোইক রেমির শেষ দিকের গোলের উপর ভর করে হাল সিটির বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এ ম্যাচে হাল সিটির ঘরের মাঠ কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় চেলসি।

খেলার প্রথমার্ধ ২-২ গোলে সমাতা থাকায় শেষ দিকে রেমির গোলই ব্যবধান গড়ে দেয়।

এদিন খেলার শুরু থেকেই জমজমাট খেলা উপহার দিতে থাকে দু’দল। তবে প্রথমে আক্রমণে যায় হোসে মরিনহোর শিষ্যরা। খেলার দুই মিনিটেই ব্লুজদের এগিয়ে দেন এডেন হাজার্ড। আর খেলার নয় মিনিটে দলের লিড দ্বিগুন করেন দিয়েগো কস্তা।

তবে খেলার ২৬ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আহমেদ আল মোহাম্মেদি। আর প্রথম গোলের দুই মিনিট পরেই হাল সিটির হয়ে খেলায় সমতা আনেন আবেল হার্নানদেজ। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরিতি থেকে ফিরে দু’দলই কিছুটা রক্ষণাত্বক ফুটবল খেলতে থাকে। চেলসির হয়ে বদলি ফুটবলার হিসেবে খেলার ৭৫ মিনিটে মাঠে নামেন ফ্রেঞ্চ তারকা রেমি। আর এর দুই মিনিট পরেই উইলিয়ানের সহায়তায়ন গোল করে দলের ব্যবধান গড়ে দেন তিনি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে শীর্ষস্থান আরো মজবুত করলো চেলসি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।