ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঘরের মাঠে অঘটনের শিকার বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ঘরের মাঠে অঘটনের শিকার বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে অঘটনের শিকার হলো বায়ার্ন মিউনিখ। বুন্দাস লিগায় বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় বুরুশিয়া এম’গ্লাডবাচের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে জার্মান সেরা দলটি।

এদিন বুরুশিয়ার হয়ে জোড়া গোল করেন রাফায়েল।

জার্মান লিগের শীর্ষ দলটি হঠাৎই হোচট খেল বুরুশিয়ার কাছে। সেই সঙ্গে খেলার ২৪ মিনিটে কাঁধের চোটের কারণে মাঠ ছাড়তে হয় দলের সেরা তারকা আরিয়েন রোবেনকে। তবে ব্রাজিলিয়ান তারকা রাফায়েলের জোড়া গোলই ব্যবধান গড়ে দেয় ম্যাচের।

খেলার ৩০ মিনিটে প্যাট্রিক হারম্যানের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন রাফায়েল। পরে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারিরা। তবে বিরতি থেকে ফিরেও খেলায় ফিরতে পারেনি পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

উল্টো খেলার ৭৭ মিনিটে ক্রিস্টোপ কারমারের সহায়তায় দলের দ্বিতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফায়েল। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।