ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

তেভেজের গোলে শিরোপার পথে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, মার্চ ২৩, ২০১৫
তেভেজের গোলে শিরোপার পথে জুভেন্টাস

ঢাকা: সিরিআ লিগে কার্লোস তেভেজের একমাত্র গোলে গেনোয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস। এর আগে আর্জেন্টাইন এ তারকারা জোড়া গোলেই চ্যাম্পিয়নস লিগে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতে শেষ আট নিশ্চিত করে জুভারা।



জুভেন্টাসের ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে এদিন অসাধারণ পারফরম্যান্স করেন তেভেজ। তার ২৫ মিনিটের দুর্দান্ত গোলটিই মূলত খেলার ব্যবধান গড়ে দেয়। পরে দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি শটও তিনি সেভ করেন।

এই জয়ের ফলে লিগ টেবিলের নিজেদের জায়গা আরো মজবুত করলো জুভিরা। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৭। আর দ্বিতীয় অবস্থানে থাকা রোমা সমান ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সেই সঙ্গে শিরোপা দৌড়ে বেশ ব্যবধান গড়লো বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।