ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শক্তির বিচারে এগিয়ে প্রতিপক্ষ, প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
শক্তির বিচারে এগিয়ে প্রতিপক্ষ, প্রস্তুত বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৭ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'ই' গ্রুপের খেলা। এ উপলক্ষে আজ (সোমবার) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, হেড কোচ লোডভিক ডি ক্রুইফ, গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েসলার, সহকারী কোচ সাইফুল বারী টিটু ও দলীয় অধিনায়ক রায়হান হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, ‘১৪ দিনের প্রস্তুতি শেষে আমরা এখানে এসেছি। বর্তমানে দলটি খুব ভালো করছে। আগামী সপ্তাহে আমরা যে আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে অংশ নিতে যাচ্ছি সেখানে দু’টি শক্তিধর দলের মুখোমুখি হচ্ছি। ভারত শক্তিতে আমাদের সমমান দল। তবে আমি সবার কাছে অনুরোধ করবো তারা যেন প্রত্যাশাটা খুব বেশি না করে। '

আর সহকারী কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘আন্তর্জাতিক এ টুর্নামেন্টে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য একটি বড় অভিজ্ঞতা। আমরা চেষ্টা করছি আমাদের খেলোয়াড়দের ৩টি দলের যে পার্থক্য সেটি সম্পর্কে ধারণা দিতে। ’

গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েসলার বলেছেন, ‘ আমার ক্রুইফের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। বর্তমান গোলকিপিংয়ের সঙ্গে আগেরজনের বেশ কিছু পার্থক্য রয়েছে। অল্প সময়ে যতটুকু সম্ভব উন্নতি করতে চেষ্টা করেছি। ’

দলীয় অধিনায়ক রায়হান হাসান বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। দ্বিতীয় ম্যাচে হেমন্ত খেলতে পারবে, ইয়াসিনও ফিরবে। তবু আমাদের লক্ষ্য থাকবে রানার্সআপ হওয়া। আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সেটিতে ভালো করতে চাই। ’

২৭ মার্চ বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম উজবেকিস্তান। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬ টায় স্বাগতিক বাংলাদেশ লড়বে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে।

এ টুর্নামেন্টেটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। 'ই' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিরিয়া ও শক্তিশালী উজবেকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, ২৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।