ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কুল হকির নতুন চ্যাম্পিয়ন খঞ্জনপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
স্কুল হকির নতুন চ্যাম্পিয়ন খঞ্জনপুর ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ২-১ গোলে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জাতীয় স্কুল হকির নতুন চ্যাম্পিয়ন হয়।



মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বকভাবে খেলতে থাকে আরমানিটোলা স্কুল। ৯ মিনিটে আরমানিটোলার অধিনায়ক শিহাব হোসেনের গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি।

কিন্তু, ৩৫ মিনিটে ফাহিম ফয়সালের গোলে সমতায় ফেরে খঞ্জনপুর (১-১)। আর ৪৪ মিনিটে মানিক ফকিরের গোলে ২-১ গোলের লিড নেয় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।

অন্তিম মুহূর্তে উচ্চতার বেশি হওয়ার ফলে অরিমানিটোলার একটি গোল বাতিল করে দেন রেফারি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনী প্রধান এনামুল বারী, জাতীয় স্কুল হকি কমিটির চেয়ারম্যান এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোঃ মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর হেড অব মার্কেটিং আজম খান, সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল সহ অন্যান্যরা।

চারটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়গণকে পুরস্কার বিতরণ করা হয়। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আরমানিটোলার আরমান হোসেন। সেরা ডিফেন্ডার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের আশরাফুল ইসলাম। সেরা ফরোয়ার্ড আরমাননিটোলা উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক শিহাব হোসেন (৩৫ গোল)। সেরা মিডফিল্ডার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের মো: ইয়ামিন। প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পায় ট্রফিসহ ৩ লক্ষ টাকার অর্থ পুরস্কার। রানারআপ দল ট্রফিসহ দুই লক্ষ টাকার পুরস্কার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল ১ লক্ষ টাকার পুরস্কার পায়।

এবারের আসরে চারটি ক্যাটাগরিতে একজন করে খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। সেরা গোলরক্ষক, সেরা রক্ষনভাগ, সেরা আক্রমনভাগ এবং সেরা মধ্যভাগের খেলোয়াড়কে। প্রত্যেকে ট্রফিসহ নগদ ২০ হাজার টাকার পুরস্কার লাভ করে। এছাড়া টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা আরমানিটোলা হাই স্কুলের খেলোয়াড় শিহাব হোসেনকে নগদ ১ লক্ষ টাকা এবং সেরা গোলরক্ষক হিসেবে একই স্কুলের আরমান এর জন্য ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

উল্লেখ্য, বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় ১৯৯৪ সালে নারায়নগঞ্জ হাই স্কুল, ১৯৯৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাই স্কুল, ১৯৯৮ ও ২০০০ সালে কসবা হাই স্কুল রাজশাহী, ২০০৩ ও ২০০৭ (মহানগরী) সালে আরমানিটোলা হাই স্কুল, ২০০৯ সালে (৬ বিভাগ) কসবা উচ্চ বিদ্যালয়, রাজশাহী ২০১২ সালে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় (৯টি স্কুল, মহানগরী)  এবং ২০১৩ সালে পিএম পাইলট হাই স্কুল, ঢাকা (৯টি স্কুল, মহানগরী) এবং ২০১৪ সালে রাজশাহীর আলহিকমা মুসলিম একাডেমি ২-১ গোলে যশোর মিউনিসিপ্যাল প্রিটারেটরি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।