ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবাহনী-উজবেকিস্তান ম্যাচ গোল শূন্য ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
আবাহনী-উজবেকিস্তান ম্যাচ গোল শূন্য ড্র ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার সকাল থেকেই ঢাকার তাপমাত্রা ছিল খানিকটা বেশী। আর বেলা বাড়ার সাথে সাথে তার তেজ আরো বেড়ে যায়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা আবাহনী লিমিটেড বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ম্যাচেও সেই তাপদাহের প্রভাব লক্ষ করা গেছে। অতিরিক্ত গরমের কারণে খেলায় স্বাভাবিক খেলার ছন্দ পতন হয়েছে বারবার। অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতা পূর্ন ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হয়।

ম্যাচের প্রথম থেকেই দুই দলই বুঝে শুনে খেলতে থাকে। 'হোয়াইট উলভস' খ্যাত উজবেক দল তাদের উইঙ্গারদের পূর্ন ব্যবহার নিশ্চিত করে ম্যাচে। আর জমাট বাধা মাঝমাঠ উজবেকিস্তানের খেলায় পূর্নতা এনে দেয়। তবে এ যাত্রা আবাহনীকে রক্ষা করে দলটির দুই বিদেশী উইঙ্গার। না হলে ম্যাচ জুড়ে ব্যবধান বাড়াতে ব্যস্ত সময় পার করেছে সফরকারী দলটি।

তবে শেষ সময়ে উজবেক আক্রমণভাগ বেশ কয়েকটি মোক্ষম সুযোগ পেলেও জালের ঠিকানা খুজে পায়নি। আর ম্যাচ জুড়ে আবাহনী যে আক্রমণ সানিয়েছে তার কোনটিই গোল হয়নি। তাই নির্ধানিত সময় শেষে ম্যাচটি ড্র হয়।

এ ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ ক্রুইফ, জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ বেশ কিছু খেলোয়াড়।

আগামী ২৭ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া অনূর্ধ্ব-২৩ দল।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।