ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গত সোমবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবারের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন ইম্প্রেসিব গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ‘গেমস এন্ড ওয়েলফেয়ার’ বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার(ডন)। আরো উপস্থিত থাকবেন ট্যাক্সওয়েভ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
এবারের ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে ৯টি সার্ভিসেস/সংস্থা দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ জেল।
প্রতিযোগিতার সেরা তিনজন খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫