ঢাকা: ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘এলআইসি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা’য় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১৭তম স্থান লাভ করেছেন। অপর দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫০তম, আব্দুল্লাহ আল-রাকিব ৬৬তম হন।
এছাড়া ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ৮৬তম, আব্দুল মালেক ৮৭তম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ৯১তম, জামাল উদ্দিন ১১৭তম, শফিক আহমেদ ১২১তম, দেওয়ান শহিদুল আমিন ১২৭তম এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ১৩১তম স্থান পান। মঙ্গলবার অনুষ্ঠিত ৯ম ও শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীরাম জাকে, দেবরাজ ভারতের মাধুরিমা শেখরকে এবং মালেক জামালকে হারান।
রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার স্টেনির সঙ্গে ও রাকিব ভারতের আরাধিয়া গার্গের সঙ্গে ড্র করেন। সোহেল ভারতের সারাভানান কৃষ্ণানের কাছে, শফিক ভারতের কুলকার্নি বিনায়েকের কাছে এবং রানী হামিদ ভারতের দিপথামস রেড্ডির কাছে হেরে যান।
১১ দেশের ২৭ গ্র্যান্ডমাস্টার, ৪ মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২৪ আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নেন। ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী সাড়ে সাত পয়েন্ট নিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫