ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস কুস্তি ৩১ মার্চ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
স্বাধীনতা দিবস কুস্তি ৩১ মার্চ

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০১৫”। পল্টন কাবাডি স্টেডিয়ামে দিন ব্যাপি এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিজিবি ও বাংলাদেশ পুলিশ।


 
এবারের প্রতিযোগিতার খেলা পুরুষ ও মহিলা ৮টি করে মোট ১৬টি ওজন শ্রেনীতে অনুষ্ঠিত হবে। পুরুষদের ওজন শ্রেনী গুলো হলো : ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি। মহিলাদের ওজন শ্রেনী গুলো হলো : ৪৮, ৫৩, ৫৫, ৫৮, ৬০, ৬৩, ৬৯ ও ৭৫ কেজি।

প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের দৈহিক ওজন নেয়া হবে খেলার দিন সকাল ১০টায়। খেলা শুরু হবে দুপুর ১২টা থেকে।

উল্লেখ্য, প্রত্যেক সংস্থা থেকে একই ওজন শ্রেনীতে ১জন পুরুষ ও ১জন মহিলা খেলোয়াড় অংশগ্রহন করতে পারবে। এছাড়া এ আসরে যে কেউ অংশ গ্রহন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।