ঢাকা: ২০০৭ সালে জিতেছেন বিশ্বসেরা ফুটবলারের মুকুট ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা প্লেয়ার। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলেছেন।
বার্সার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি যে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ চারবারের বিশ্বসেরা ফুটবলারকেই স্বপ্নের একাদশে রাখেননি কাকা। মেসির বদলে বেছে নিয়েছেন স্বদেশী রোনালদিনহোকে।
কাকার ড্রিম টিমের এগারজনের মধ্যে পাঁচজনই ব্রাজিলিয়ান। গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার দিদা। তার সঙ্গে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এসি মিলানের হয়ে খেলেছিলেন কাকা।
ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, দুই ইতালিয়ান তারকা পাওলো মালদিনি ও আলেসান্দ্রো নেস্তা। আর লেফট ব্যাকে থাকবেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস।
মিডফিল্ডের তিনজনও বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। বাম প্রান্তে জিনেদিন জিদান ও ডান প্রান্তে আছেন স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া ফিরলো।
আক্রমণভাগের তিনজনের মধ্যে দু’জনই ব্রাজিলিয়ান। রোনালদো ও রোনালদিনহোর পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ হিসেবে তিনজনের সঙ্গেই ফুটবল ক্যারিয়ার পার করেছিলেন কাকা।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘন্টা, মার্চ ২৫, ২০১৫