ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের নতুন গ্যালারির কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের নতুন গ্যালারির কাজ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের নতুন গ্যালারির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আব্দুল গাফ্‌ফার খান।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় গালারির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।



এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, রওশন আরা কবির লিলি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বেগম রাবেয়া ইউসুফ, সাইফুজ্জামান হিলু, মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আঞ্জুমানারা বেগম প্রমুখ।

একশ’ ফুট উঁচু নতুন এই গ্যালারিতে ১১টি ধাপ থাকবে। এটি নির্মাণে ব্যয় হবে এক কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকা। জাতীয় ক্রীড়া পরিষদ এ কাজের অর্থায়ন ও বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।