ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি, আগুয়েরো, হিগুয়েনরা যুক্তরাষ্ট্রে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
মেসি, আগুয়েরো, হিগুয়েনরা যুক্তরাষ্ট্রে সংগৃহীত

ঢাকা: দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী জুনে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবেই এ দুটি ম্যাচ খেলবে জেরার্ডে মার্টিনোর শিষ্যরা।

লিওনেল মেসিরা এ ম্যাচ দুটি খেলবে এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে।

এরই ধারাবাহিকতায় বুধবার ওয়াশিংটনে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন দলের ফুটবলাররা। এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে জয়ের ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েছিলেন মেসি। তবে বার্সার এক বিবৃতিতে জানানো হয়, পায়ে চোট পেলেও আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন মেসি।

এদিকে চিলিতে অনুষ্ঠিত কোপ আমেরিকা টুর্নামেন্টের আগে চ্যাম্পিয়নস লিগের সময়সূচি নিয়ে ক্ষেপেছেন আলবেসেলিস্তা কোন মার্টিনো। তিনি জানান, কোপা আমেরিকার মাত্র পাঁচ দিন আগে ফুটবলারদের ছাড়া হবে। যেখানে চ্যাম্পিয়নস লিগের সেরা আট দলে প্রচুর আর্জেন্টাইন ফুটবলার রয়েছে।

আগামী ছয় জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা প্রত্যাশী সেরা আট দলে আর্জেন্টিনা ছাড়াও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছে।

আগামী ২৯ মার্চ ওয়াশিংটনে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টরা। আর এর দু’দিন পরে (৩১ মার্চ) নিউজার্সিতে ইকুয়েডরের বিপক্ষে খেলে যুক্তরাষ্ট্র সফর শেষ করবেন মেসি, আগুয়েরো, হিগুয়েনরা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।