ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গার্দিওলার শরণাপন্ন হলেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
গার্দিওলার শরণাপন্ন হলেন জিদান

ঢাকা: রিয়াল মাদ্রিদের আইকন ফুটবলার জিনেদিন জিদানের কোচিং ক্যারিয়ারটা অনেকটা শুরুর পথেই। এই পেশায় অভিজ্ঞতা নিতে তিনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলার শরণাপন্ন হয়েছেন।

বর্তমানে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিল্লার প্রধান কোচের দায়িত্বে আছেন জিদান। জাতীয় দলের সাবেক সতীর্থ ক্লদি ম্যাকেল ও উইলি সাগনলের সঙ্গে বায়ার্নের ট্রেনিং সেন্টারে অবস্থান করছেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। তারা বুধবার গার্দিওলার কোচিং পদ্ধতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন।

উয়েফার প্রো লেভেল থ্রি’র কোচিং লাইসেন্স পাওয়ার জন্যই তাদের এই তৎপরতা। বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে জিদানদের তিন দিনের এই সফরকে স্বাগত জানান।

এর অাগে একই অভিজ্ঞতা অর্জনের জন্য স্বদেশী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার শরণাপন্ন হয়েছিলেন জিদান।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘন্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।