ঢাকা: আগামী ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫ উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় কারাতে প্রশিক্ষক ও রেফারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে দুই দিনব্যাপি এই কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্স পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক শেখ আলী আহসান বাদল, মো: হুমায়ুন কবির ও শেখ ইছানুর রহমান (এহসান)। প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নেয়া সকল প্রশিক্ষককে ফেডারেশনের পক্ষ থেকে সনদপত্র তুলে দেন সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল।
উল্লেখ্য আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেফারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে অংশ নেয়া রেফারিদের হাতে গ্রেডিং সনদপত্র তুলে দিবেন ফেডারেশনের সভাপতি মো: মোখলেছুর রহমান, বিপিএম।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫