ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বেলের গাড়িতে হামলা, আজীবন নিষিদ্ধ একজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মার্চ ২৫, ২০১৫
বেলের গাড়িতে হামলা, আজীবন নিষিদ্ধ একজন

ঢাকা: সম্প্রতি শেষ হওয়া এল ক্লাসিকোতে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়াল তারকা গ্যারেথ বেলের গাড়িতে হামলা চালায় রিয়াল সমর্থকরা।



রিয়াল তাদের এক বিবৃতিতে জানায়, বেলের গাড়িতে তিনজন হামলা চালায়। ভিডিও ফুটেজে তাদের সনাক্ত করা হয়েছে। তিনজনের মধ্যে একজন আমাদের ক্লাবের সদস্য। তাকে ক্লাব থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, দু’জন রিয়াল সমর্থক প্রথমে বেলের গাড়ির গতিরোধ করার চেষ্টা করেন। তারা বেলের গাড়িতে লাথি ও ঘুসি মারেন। আর বেল দ্রুত গাড়ির গতি বাড়িয়ে স্থান ত্যাগ করেন। এ সময় সমর্থকরা বেলকে উদ্দেশ্য করে গালিগালাজও করে থাকেন।

স্টেডিয়াম থেকে বেরুনোর সময় ওয়েলস তারকা বেলের রিয়াল সতীর্থ জেসে রদ্রিগেজ এবং সার্জিও রামোসকেও রিয়াল সমর্থকরা লাঞ্চিত করার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।