ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

২৭ মার্চ স্বাধীনতা দিবস উম্মুক্ত আর্চারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মার্চ ২৫, ২০১৫
২৭ মার্চ স্বাধীনতা দিবস উম্মুক্ত আর্চারি

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতা দিবস উম্মুক্ত আর্চারি টুর্নামেন্ট-২০১৫’।

দিনব্যাপী এ প্রতিযোগিতাটি গাজীপুরের টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

এ টুর্নামেন্ট শুধুমাত্র ব্যাম্বো ডিভিশনে একক ইভেন্টে শুক্রবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিভিন্ন ক্লাব, সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা হতে ২১ টি আর্চারি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা এবং টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে: জেনারেল মো: মইনুল ইসলাম, এডব্লিউসি, পিএসসি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।