ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বৃহস্পতিবার দুপুরে যাচ্ছে দাবা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
বৃহস্পতিবার দুপুরে যাচ্ছে দাবা দল

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আর্থিক পৃষ্ঠপাষকতায় বাংলাদেশের জাতীয় পুরুষ ও মহিলা দাবা দলের ১২ খেলোয়াড় ও কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানযোগে নেপালের কাঠমান্ডর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এবং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ আসরে অংশ নিতে কর্মকর্তা হিসেবে দাবা ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, পুরুষ বিভাগের গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্রান্ডমাস্টার আবদুল্লাহ আল-রাকিব, গ্রান্ডমাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ক্যান্ডিটেট মাস্টার সোহেল চৌধুরী ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মাহমুদা হক চৌধুরী মলি যাচ্ছেন।



গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান কোলকাতা হতে এবং মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা লিসবন হতে বৃহস্পতিবার নেপাল পৌঁছাবেন, দলের অপর কর্মকর্তা শাকিল মেরাজ পরের দিন যাবেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম গত মঙ্গলবার নেপাল পৌঁছেছেন।

এ পর্যন্ত পুরুষ বিভাগে ২৯ জন খেলোয়াড়ের নাম এন্ট্রি করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশের ১০জন, পাকিস্তানের ১ আন্তর্জাতিক মাস্টার, শ্রীলংকার ৩জন, মালদ্বীপের ১ জন এবং নেপালের ১৪ জন। মহিলা বিভাগে ১৬ জন এন্ট্রি করেছেন। এদের মধ্যে বাংলাদেশের ৬ জন, শ্রীলংকার ২ জন, পাকিস্তদানের ১ জন, মালদ্বীপের ১ জন এবং নেপালে ৬ জন।

জোনাল দাবার পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন বিশ্বকাপ দাবায় এবং মহিলা বিভাগের চ্যাম্পিয়ন বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া এ ইভেন্ট হতে সরাসরি আন্তর্জাতিক মাস্টার, আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব ও ফিদে মাস্টারের খেতাব অর্জন করা সম্ভব হবে।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে পুরুষ ও মহিলা দুটি বিভাগের খেলা এ ইভেন্টর খেলা আগামী ২৭ মার্চ হতে শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।