ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় ‘ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫’।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
বুধবারের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইম্প্রেসিব গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ‘স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার’ বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ও ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক (এক) অ্যাড. ফজলে রাব্বি বাবুল ও সহ-সভাপতি মোস্তফা কামাল।
এবারের ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে ৯টি সার্ভিসেস/সংস্থা দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সেরা তিনজন খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫