ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

নিরাপত্তা বলয়ে অনূর্ধ্ব-২৩ ফুটবল আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মার্চ ২৫, ২০১৫
নিরাপত্তা বলয়ে অনূর্ধ্ব-২৩ ফুটবল আসর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৭ মার্চ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-এর খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এবারও এই টুর্নামেন্টটি সামনে রেখে নেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।



এ উপলক্ষ্যে সোমবার দুপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের এক সংবাদ সম্মেলন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়, অর্গানাইজিং কমিটি প্রধান ও বাফুফে সদস্য শেখ মুহম্মদ মারুফ হাসান, অর্গানাইজিং কমিটি ও বাফুফে সদস্য ফজলুর রহমান বাবুল এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

অর্গানাইজিং কমিটি প্রধান শেখ মারুফ বলেন, ‘ঢাকায় সবার আগে এসেছে উজবেকিস্তান দল। তাদেরকে ভেন্যুতে যাতায়াতের সময়, হোটেলে থাকার সময়, অনুশীলনের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হচ্ছে। ভারত ও সিরিয়া দল আসলে তাদেরকেও একই নিরাপত্তা দেয়া হবে। আশা করি বেশ ভালো ভাবেই টুর্নামেন্টটি শেষ করতে পারব আমরা। ’

খেলার দিন আগত দর্শককে স্টেডিয়ামে ঢোকার আগেই স্টেডিয়ামের বাইরের রাস্তার সব পয়েন্টে প্রথম স্তরের নিরাপত্তা বেষ্টনি পার হতে হবে। আর যাদের কাছে ম্যাচের টিকেট আছে, শুধু তারাই ঢুকতে পারবেন স্টেডিয়াম চত্ত্বরে। এরপর স্টেডিয়ামে ঢোকার মুখে তাদেরকে আরেকবার তল্লাশী করা হবে। ম্যাচ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। খেলায় সমস্যা সৃষ্টি হতে পারে এমন কিছু নিয়ে দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না।

এ টুর্নামেন্টকে সামনে রেখে টুর্নামেন্ট সিকিউরিটি এ্যান্ড ট্র্যাফিক ম্যানেজমেন্ট কমিটি নিরাপত্তা বিধানে থাকবে সচেষ্ট। এছাড়া দৃশ্যমান ও অদৃশ্যমান দুই ধরণেরই নিরাপত্তা দেয়া হয়। হোটেল, খেলোয়াড়দের বহনকারী বাস, প্র্যাকটিস ভেন্যু, ম্যাচ ভেন্যুতে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা।

আর ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে গ্যালারির গেটগুলো খুলে দেয়া হবে। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম মার্কেট বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করেছে বাফুফে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।