ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মর্যাদার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
মর্যাদার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-ফ্রান্স ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচ সব সময় একটু ভিন্ন মাত্রা যোগ করে। কারণ সমর্থকদের ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের কথা মনে থাকার কথা।

সেবার ফেভারিট ব্রাজিলকে ৩-০ গোলের লজ্জার হার উপহার দিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জিতে স্বাগতিক ফ্রান্স। আর আগামীকাল(শুক্রবার)মর্যাদার লাড়াইয়ে স্তেদিও দি ফ্রান্সের সেই স্ট্রেডিয়ামেই মাঠে নামছে এ দু’দল।

এদিকে ৯৮’র বিশ্বকাপের সঙ্গে এবারের ব্রাজিল ও ফ্রান্স দলে একটি মিল রয়েছে। সেবার সেলেকাও অধিনায়ক ছিলেন দুঙ্গা। আর ব্লুজদের নেতৃত্বে ছিলেন দিদিয়ের দেশাম। কাকতালিয় ভাবে এবারের এ দু’দলের কোচের ভূমিকায় আছেন তারা। তাই লড়াইটা সাবেক অধিনায়কদেরও।

এ ম্যাচে ফ্রান্সের হয়ে অভিষেক হতে পারে লিঁওর স্ট্রাইকার নাবিল ফিকরির। লিগ ওয়ানে ২৬ ম্যাচে ১১ গোল করার সুবাদে দলে সুযোগ পান ফিকরি। পরে ফ্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি জানান, ফ্রান্স দলে খেলতে পারা গর্বের ব্যাপার।

তবে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দেশামের দলে থাকছেন না অধিনায়ক গোলকিপাও হুগো লোরিস ও মিডফিল্ডির পল পগবা। আর এ ম্যাচে লোরিসের পরিবর্তে দলের সেরা তারকা করিম বেনজেমাকে অধিনায়ক হিসেবে মাঠে দেখা যাবে। দু’দলের ২০১১ সালের দেখায় বেনজেমার একমাত্র গোলেই জয় পেয়েছিল ফ্রান্স।

এদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হবার পর, এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারেনি ফ্রান্স। যেখানে স্পেন, পর্তুগাল ও সুইডেনের মত শক্তিশালী দল ছিল।

পাশাপাশি ঘরের মাঠে বিশ্বকাপে বাজে পারফর্মের পর নিজেদের ভালোই শুধরে নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের পর টানা ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে দলটি। আর গোলও করেছে ১৪টি।

এদিকে সম্প্রতি সান্তোসে ভালো পারর্ফম করা রবিনহোকে এ ম্যাচে নিয়েছেন কোচ দুঙ্গা। তবে ইনজুরির কারণে ম্যাচে থাকতে পারছেন না প্যারিস সেন্ট জার্মেইর তারকা ডেভিড লুইজ ও মার্কোইনহোস। কিন্তু দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল পাওলিস্তা।

ব্রাজিল ও ফ্রান্সের সর্বশেষ পাঁচ বারের খেলায় এগিয়ে জিনেদিন জিদানের উত্তরসুরীরা। ফ্রান্সের তিনটির বিপরীতে ব্রাজিল জিতেছে একটিতে। আর একটি ম্যাচ গোল শুন্য ড্র হয়েছে। তবে ২০১৩ সালের সর্বশেষ দেখা অবশ্য ৩-০ গোলে জিতেছে ব্রাজিল।

সেই সঙ্গে দারুণ ফর্মে রয়েছেন অধিনায়ক নেইমার। ক্লাব বার্সেলোনা সহ জাতীয় দলে দুর্দান্ত সব গোল করে যাচ্ছেন তিনি। তবে কম যাবেন না রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমাও। কারণ এবার যে তিনি দলের অধিনায়ক। তাই দারুণ একটি লড়াইয়ের অপেক্ষায় থাকতেই পারে সমর্থকরা।

আজ বাংলাদেশী সময় রাত দুই টায় খেলাটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।