ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

সাবেক ফুটবলারদের পদচারণায় মুখরিত বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ২৬, ২০১৫
সাবেক ফুটবলারদের পদচারণায় মুখরিত বাফুফে ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বল নিয়ে ডি বক্সের দিকে ছুটে যাচ্ছেন সাবেক দেশসেরা ফুটবলার সালাম মুর্শেদী। আর  ডি বক্সের সামনে তাদের পথ আগলে দাঁড়িয়ে আছেন বর্ষীয়ান ডিফেন্ডার স্বপন কুমার দাস।

তাই সালাম মুর্শেদী কোন ঝুঁকি না নিয়ে চোরা পাসে বলটি দিয়ে দিলেন আরেক সাবেক দেশসেরা ফরোয়ার্ড শেখ মো: আসলামকে।

কিন্তু, আসলামের ডান পায়ের শক্তিশালী শটটি বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে। ঠিক এমন চিত্রই অনেক দিন পরে চোখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে।

আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবেক দেশসেরা ফুটবলারদের নিয়ে আয়োজন করে এক প্রীতি ম্যাচের। মতিঝিলস্থ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে বিকেলে বসে তারার মেলা। যখন বাংলাদেশ ফুটবলের যৌবনে এই সকল ফুটবলার দেশ মাতিয়েছে তাদের পায়ের জাদুতে। তারা যে এখনও ফুরিয়ে যায়নি তা আরেকবার প্রমাণ হয়ে গেল। তাদের পায়ের কারুকাজ মুগ্ধ মাঠে উপস্থিত সবাই।

টার্ফ আর বাফুফের সীমানা প্রাচীরের চারপাশে শ'তিনেক লোক জমা হয়েছিল ম্যাচটি উপভোগ করতে। বাফুফে লাল দল ও বাফুফে সবুজ দলের মধ্যকার ম্যাচে অংশ নেয় সাবেক খেলোয়াড়গণ। লাল দলের অধিনায়ক ছিলেন সাবেক দেশসেরা খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও সবুজ দলের অধিনায়ক ছিলেন সাবেক দেশসেরা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী।

এছাড়া ম্যাচে অংশ নেয় সাবেক বাংলাদেশ জাতীয় দল ও বর্তমান ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটান, সাবেক ফুটবলার নুরুল হক মানিক, মাহাবুব হোসেন রক্সি, সাইফুল বারী টিটু, বিএ জোবায়ের নিপু, আব্দুল গাফফার, সত্যজিৎ দাস রূপু, শফিকুল ইসলাম মানিকসহ অনেকেই। তবে বাফুফে সভাপতি ও এক সময়ের বিখ্যাত ফুটবলার কাজী সালাহউদ্দিনের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি।

ম্যাচে লাল দলের হয়ে গোল করেন সম্রাট, ছোট মুন্না, জালাল ও মিলন। আর সবুজ দলের হয়ে জোড়া গোল করেন করেন নুরুল হক মানিক। আর একটি করে গোল করেন সালাম মুর্শেদী ও হিরু। ম্যাচটি শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে এক সময়ের দেশ সেরা ফরোয়ার্ড শেখ মো: আসলাম গণমাধ্যমকে বলেন, ' এ ধরণের প্রীতি ম্যাচ আয়োজন করা খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশের সাবেক কৃতী ফুটবলারদের সম্পর্কে জানতে পারবে। '     

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, ২৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।