ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

কারাতে রেফারি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

স্পোর্টস করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, মার্চ ২৬, ২০১৫
কারাতে রেফারি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

ঢাকা: আগামী ৩০ ও ৩১ মার্চ দুই দিন ব্যাপি অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপি কারাতে প্রশিক্ষক ও রেফারি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে আজ (বৃহস্পতিবার)।    

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে রেফারিদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

এই কর্মশালাতে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৪০জন কারাতে রেফারি অংশ নেন।

কোর্স পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক শেখ আলী আহসান বাদল, মো: হুমায়ুন কবির ও শেখ ইছানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নেয়া রেফারিদের হাতে গ্রেডিং সনদপত্র তুলে দেন ফেডারেশনের সভাপতি মো: মোখলেছুর রহমান, বিপিএম। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘন্টা, ২৬ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।