ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ফেভারিট উজবেকিস্তানের সামনে দুর্বল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, মার্চ ২৬, ২০১৫
ফেভারিট উজবেকিস্তানের সামনে দুর্বল ভারত ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে 'ই' গ্রুপের ম্যাচ শুক্রবার (২৭ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচ বেলা ৩টায় ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান।

আর সন্ধ্যা ৬টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া।

এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে জানায় ভারত ও উজবেকিস্তান দল দুটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আসরের সব দলের শীর্ষে অবস্থান উজবেকিস্তানের। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে সবার  আগে আসে উজবেকিস্তান দল।

ম্যাচ সম্পর্কে উজবেকিস্তান কোচ বখতিয়ার আশুরমাতভ বলেন, ‘আমরা গত ৫ দিন ধরে বাংলাদেশে অবস্থান করছি। খেলোয়াড়রা এখানকার আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। টুর্নামেন্টের আগে আমরা বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছি। সবগুলো ম্যাচেই ছেলেরা ভালো ফলাফল করেছে। দলে বড় ধরণের কোনো ইনজুরি সমস্যা নেই। তাই কালকের ম্যাচে জয়ের প্রত্যাশা করছি। ’

ওদিকে হাল ছাড়তে নারাজ ভারত। দলটির কোচ স্যাভিও মেদিরা বলেছেন, ‘আমাদের দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও সিরিয়া দু’টিই শক্তিশালী দল। বাংলাদেশ মানের দিক দিয়ে ভারতের সমপর্যায়ের। আমরা দুই সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছি। জয় দিয়েই টুর্নামেন্টে শুরু করেত চাই। ’

আর ভারতের অধিনায়ক অমৃন্দর সিং জানালেন, প্রথম ম্যাচেই জয় চায় তারা। প্রতিপক্ষ যে দলই হোক ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছেন না তিনি। ভালো খেলেই জয় চান অমৃন্দর সিং।

উল্লেখ্য, উজবেকিস্তানের ফিফা র‍্যাঙ্কিং ৭২ আর ভারতের ১৭৩।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, ২৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।