ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারদের অসাধারণ ফুটবল দক্ষতায় ফ্রান্সকে ৩-১ গোলো হারালো ব্রাজিল। ফ্রান্সের ঘরের মাঠ স্তেদিও দি প্যারিসে ব্রাজিলের হয়ে অস্কার, নেইমার ও গুস্তাবো একটি করে গোল করেন।
এ ম্যাচে ব্রাজিল কার্লোস দুঙ্গার অধীনে টানা ছয় ম্যাচ জিতে খেলতে আসে। এর আগে দলটি নিজেদের মাটিতে বিশ্বকাপের সেমফাইনাল থেকে বাজে ভাবে বিদায় নিয়েছিল।
এদিকে সেলেকাওরা এদিন অপরাজিত থাকা ফ্রান্সকে প্রথম হারের লজ্জা দেয়। এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ফ্রান্স কোন ম্যাচে হারেনি।
এদিন অবশ্য শুরুটা স্বাগতিকরাই করে। খেলার ২১ মিনিটে রাফায়েল ভারানে গোল করলে সেই ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে কথা মনে করিয়ে দেয় সমর্থকদের। তবে এই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি ব্লুজরা।
বিরতির আগে খেলার ৪০ মিনিটে রবার্টো ফারমিনোর অ্যাসিস্টে ব্রাজিলের হয়ে সমতা আনেন চেলসি তারকা অস্কার। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে অবশ্য বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দুঙ্গার শিষ্যরা। সেই সুবাদে খেলার ৫৭ মিনিটে উইলিয়ানের সহায়তায় দলের হয়ে লিড নেন অধিনায়ক নেইমার।
আর খেলার ৬৯ মিনিটে চেলসি ডিফেন্ডার উইলিয়ানের অ্যাসিস্টেই লুইজ গুস্তাবো দলের হয়ে তৃতীয় গোল করলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫