ঢাকা: ইরানের বিপক্ষে ২-০ গোলে হেরে অঘটনের শিকার হলো এবারের কোপা আমেরিকার স্বাগতিক দেশ চিলি। নিরপেক্ষ ভেন্যু অস্টিয়ার এনভি অ্যারিনায় ইরানের হয়ে জাভেদ নেকুয়ানাম ও ভাহিদ আমিরি গোল দুটি করেন।
এদিন খেলার প্রথমার্ধে চিলির সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ ও আরতুরো ভিদালকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জর্জ সাম্পলি। আর এই সুবাদে দারুণ শুরু করা ইরান খেলার ২১ মিনিটেই লিড নেয়। আনদারনিকের অ্যাসিস্টে গোলটি করেন নেকুয়ানাম। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় এশিয়ার দলটি।
বিরতি থেকে ফিরে আবারো আক্রমণে যায় কার্লোস কুইরোজের শিষ্যরা। আর খেলার ৫০ মিনিটে গোছানেজাদের সহায়তায় ইরানের লিড দ্বিগুন করেন আমিরি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে চিলি।
এদিকে কোপ আমেরিকার আগে দারুণ ফর্মে থাকা ব্রাজিলের সঙ্গে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে চিলি। আর এশিয়ান কাপের পর নিজেদের প্রথম জয়ের ইরান খেলবে সুইডেনের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫