ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বাহরাইনের জালে কলম্বিয়ার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মার্চ ২৭, ২০১৫
বাহরাইনের জালে কলম্বিয়ার গোল উৎসব সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ‍বাহরাইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কলম্বিয়ান তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।



অবশ্য, ফিফা ৠাংকিংয়ের ১০৪ নম্বর দলের বিপক্ষে তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার বড় জয়ই প্রত্যাশিত ছিল। কিন্তু, ঘরের মাঠে এতো বড় ব্যবধানে হারতে হবে আর তার বিপরীতে একটি গোলও করতে পারবে না, এটা বাহরাইন দলের কাছে ছিল কল্পনাতীত।

বাহরাইনের জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ১৫ মিনিটে ফ্যালকাওয়ের অ্যাসিস্ট থেকে গোল উৎসবের সূচনা করেন কার্লোস বাক্কা। ৩২ ও ৩৬ মিনিটে জোড়া গোল করে কলম্বিয়াকে ৩-০ গোলে এগিয়ে দেন ম্যানইউ তারকা ফ্যালকাও।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মিডফিল্ডার ফ্রেডি গুয়ারিনের অ্যাসিস্টে চতুর্থ গোলটি করেন বুরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আদ্রিয়ান রামোস। ৭৯ মিনিটে ডিফেন্ডার জোহান মজিকা ও ৮২ মিনিটে আন্দ্রেস রেন্টেরিয়ার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে পেকারম্যানের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘন্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।