ঢাকা: আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। অান্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।
এর আগে স্প্যানিশ লিগের এল ক্লাসিকো ম্যাচে (২৩ মার্চ) রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইনজুরি আক্রান্ত হন মেসি। তখন থেকেই আলবিসেলেস্তেদের হয়ে তার প্রীতি ম্যাচ খেলা নিয়ে সংশয় জাগে। তবে, আর্জেন্টিনা দলের পক্ষ থেকে মেডিকেল চেকআপ শেষে ইনজুরি শঙ্কা উড়িয়ে দেওয়া হয় এবং বলা হয়, ম্যাচ খেলার জন্য মেসি ফিট আছেন।
টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করে জানায়, মেসির ফিটনেসে সমস্যা আছে। যার কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। তিনি হোটেলেই অবস্থান করছেন এবং আলাদাভাবে জিমে সময় দিচ্ছেন।
২৯ মার্চ (রোববার) ফিফা ৠাংকিংয়ের ৮৯ নম্বর দল এল সালভাদরের সঙ্গে আজেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী জুন মাসেই চিলিতে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এর আগে মেসির ইনজুরির খবরটি আর্জেন্টিনা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে প্রিয় খেলোয়াড় মেসি পুরোপুরি ফিট হয়েই মাঠে নামবেন এমন প্রত্যাশাই করছেন আর্জেন্টাইনরা।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘন্টা, মার্চ ২৭, ২০১৫