ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দল বনাম ভারত অনূর্ধ্ব-২৩ দল।
ম্যাচে উজবেকিস্তানের যুবাদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে ভারতের যুব দলটি।
প্রথমার্ধ জুড়ে উজবেকদের ম্যাচে গোল করার কোন সুযোগই দেয়নি ভারতের যুবারা। তারা ম্যাচ ১৫ মিনিটে গোল করার সুবর্ন সুযোগ মিস করে। বক্সের বাইরে থেকে ভারতের ফরোয়ার্ড জয়েশ দিলিপের শক্তিশালী শটটি ঝাপিয়ে পড়ে শেষ রক্ষা করেন উজবেক গোলবারের অতন্দ্র প্রহরী আকমল। প্রথমার্ধের খেলা শেষে গোলশূণ্য থেকেই বিশ্রামে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারতকে চেপে ধরে খেলতে থাকে উজবেকিস্তানের যুবারা। ৫৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলকরার সুবর্ন সুযোগ হাতছাড়া করে ভারতের রক্ষণভাগের খেলোয়াড় সংকর। কর্ণার কিক থেকে ডি বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
আর ৬৫ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইগর সারগিভ বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু বলটি বার ছুয়ে চলে যায় মাঠের বাইরে। ৭৬ মিনিটে উজবেকিস্তানের কোজাকের শট ভারতের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন মাখস্টেলিভ। তার শটটিও সাইডবারে লেগে ফিরে আসে।
তবে ৮৮ মিনিটে গোলের দেখা পায় উজবেকিস্তান। মিডফিল্ডার ইস্কান্দারভের কর্ণারে উড়ন্ত বলে মাথা ছুইয়ে ভারতের জালে পাঠান মিডফিল্ডার ইগর সারগিভ। ফলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
আর ম্যাচের ইনজুরি টাইমে সারগিভের ক্রসে গড়ানো শটে গোল করেন উজবেক অধিনায়ক কোজাক (২-০)। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হোয়াইট উলভস খ্যাত উজবেকিস্তান দলটি।
দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়। ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সিরিয়া অনূর্ধ্ব-২৩ দলটি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫