যশোর: যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হওয়া তিনদিন ব্যাপী ‘বসুন্ধরা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট’র দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ও বিকেলে এ টুর্নামেন্টে ৩০ জন সিনিয়র এবং দু’জন লেডি গলফার অংশ নেয়।
এ সময় স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার পাবলিক রিলেশন ও হেড অব এএইচআর লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহিদ উপস্থিত ছিলেন।
বুধবার (২৬ মার্চ) টুর্নামেন্টের প্রথম দিনে ১২ জন জুনিয়র, ৩ সিনিয়র ও ১৩ জন লেডি গলফার অংশ নিয়েছেন।
এছাড়াও শনিবার (২৮ মার্চ) টুর্নামেন্ট ফাইনালে আরও প্রায় ৪০ জন গলফার অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হবে।
এতে সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও এ অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫