ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট

ঢাকা: বাংলাদেশ  বাস্কেটবল ফেডারেশনের  ব্যবস্থাপনায় এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে শুরু হয়েছে “সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট -২০১৫”।

শুক্রবার বিকেল ৫টায় ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।



অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মেজর চৌধুরী আবুল হাসনাত (অব:), সহ-সভাপতি জনাব মইনুল আহসান মঞ্জু ,সাধারণ সম্পাদক লে:কমান্ডার এ কে সরকার (অব:) , ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনের প্রথম খেলা বাংলাদেশ নৌবাহিনী  বনাম  ফ্লেইম বয়েজ এর  মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নৌবাহিনী ১৮৫- ৭৯ পয়েন্টে ফ্লেইম বয়েজকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ১০৮-৩৮ পয়েন্টে এগিয়েছিল। নৌবাহিনীর মিঠুন ৫৫, মেহেদী ২৭ ও ইব্রাহীম ২৬ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজ এর তারেক ২৭ পয়েন্ট স্কোর করেন।

দিনের অপর খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৮৭-৩৫ পয়েন্টে বকসী বাজারকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪২-১৬ পয়েন্টে এগিয়েছিল। সেনাবাহিনীর মিঠুন ১৮ ও হারুন ১৩ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজ এর  হানিফ ১২ ও রকি ০৭পয়েন্ট স্কোর করেন।

বিজিবি ৬৬-৩৭ পয়েন্টে হরনেটস এসসিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৬-১৭ পয়েন্টে এগিয়েছিল।

বিজিবি’র মশিউর ২০ ও মোরশেদ ১৮ পয়েন্ট এবং হরনেটস এস সি এর শাওন ১৪ ও সোয়েব ১০ পয়েন্ট স্কোর করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।