ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস কাবডির ফাইনালে সেনাবাহিনী ও নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
স্বাধীনতা দিবস কাবডির ফাইনালে সেনাবাহিনী ও নৌবাহিনী

ঢাকা: ওয়ালটন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ওয়ালটন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৫’এর ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।

আগামী ৩০ মার্চ সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।



শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ১টি লোনাসহ ২১-১৬ পয়েন্টে  বিজিবিকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ১টি  লোনাসহ ২৩-১৬ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিমন্ত্রী  শ্রী বীরেন শিকদার এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়ালফেযার ডিপার্টমেন্ট) এফ. এম. ইকবাল-বিন-আনোয়ার (ডন)। অনুষ্ঠানে সভাপতিত্ব  করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।