ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ইউরো বাছাইয়ে অজেয় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, মার্চ ২৮, ২০১৫
ইউরো বাছাইয়ে অজেয় ইংল্যান্ড ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৬ ইউরো বাছাই পর্বের সবগুলো ম্যাচেই জয় পেল ইংল্যান্ড। ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে লিথুনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশরা।



লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরুর সাত মিনিটেই ওয়েইন রুনির গোলে লিড নেয় স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ববি চার্লটন (৪৯) ও গ্যারি লিনেকারের (৪৮) পরেই এখন রুনির অবস্থান (৪৭)।

প্রথমার্ধের শেষ মিনিটে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন ড্যানি ওয়েলবেক। ৫৮ মিনিটে রুনির পাস থেকে ইংলিশদের ৩-০ গোলে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। এ ম্যাচে ইংলিশ দাপটে লিথুনিয়া ছিল রীতিমত অসহায়।

৭৩ মিনিটে লিভারপুল তারকা স্টার্লিংয়ের ক্রস থেকে হেডে চতুর্থ গোলটি করেন টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন। পুরো ম্যাচে কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরো বাড়াতে পারত রুনি-স্টার্লিংরা। তা সত্ত্বেও নির্ধারিত সময় শেষে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রয় হজসনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘন্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।