যশোর: সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, গল্ফ খেলা প্রসারে বসুন্ধরা গ্রুপের অবদান অপরিসীম। সারাদেশে গল্ফ খেলায় সবচেয়ে বড় সহযোগী বসুন্ধরা গ্রুপ।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ বৃহৎ দাতা হিসেবে সুপরিচিত। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকলে দেশে ভালো গল্ফার তৈরি হবে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় ‘বসুন্ধরা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সহ-সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল এম আবদুল হাশেম, বিগ্রেডিয়ার জেনারেল মো. রবিউল ইবনে কামরুল, বিগ্রেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল শাহীদ মোস্তফা, স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার পাবলিক রিলেশন ও হেড অব এএইচআর লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহিদসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিনের এ টুর্নামেন্টে ১২ জন জুনিয়র, ১৩ জন লেডি ও ৫৬ জন সিনিয়র গল্ফার অংশ নিয়েছেন।
শনিবার সন্ধ্যায় খেলা শেষে রাত ৮টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
এসময় স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার পাবলিক রিলেশন ও হেড অব এএইচআর লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহিদসহ বসুন্ধরা গ্রুপের ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫