বগুড়া: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেছেন, বাংলাদেশ এখন পরিণত একটি ক্রিকেট দল। বিশ্বের যেকোন দলকে হারানোর সামর্থ রয়েছে আমাদের।
শনিবার (২৮ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মুশফিক।
ক্রিকেট জগতে ভালো নাম মুশফিকুর রহিম হলেও বগুড়াবাসী তাকে চেনে তার ডাক নাম মিতু নামে।
মুশফিকুর রহিম মিতু বলেন, আমার মতো অনেক খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে বগুড়ায়। হয়তো উপযুক্ত সুযোগ-সুবিধার অভাবে আমার জায়গায় খেলতে পারছে না।
ক্রিকেটকে এগিয়ে নিতে বগুড়ার ক্রিকেটারদের জন্য ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা কথাও জানান ডানহাতি এই ব্যাটসম্যান।
এত চার-ছয় কিভাবে মারেন জানতে চাইলে মুশফিক বলেন, ‘হামরা বগুড়ার ছোল, হামরা পারি’।
কোন দলকে সমর্থন করছেন জানতে চাইলে তিনি বলেন, আমার পছন্দের দল একটাই, যার নাম বাংলাদেশ। এর বাইরে আর কোনো পছন্দ নেই।
এর আগে মুশফিকুর রহিম মিতু সংবর্ধনা মঞ্চে পৌঁছালে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলহাজ মমতাজ উদ্দিন ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান চলতি বিশ্বকাপে অংশ নেওয়া অন্যতম সেরা এই পারফরমারকে।
ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুশফিককে ফুলেল শুভেচ্ছা জানায়। কিছু সময়ের জন্য জনস্রোত নেমে আসে পুরো সাতমাথা ও এর আশপাশের এলাকায়।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিকুর রহিমের বাবা মাটিডালী ক্রীড়া চক্রের সভাপতি মাহবুব হোসেন তারা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহীদুল ইসলাম, খাজা আবু হায়াত হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, সুলতান মাহমুদ খান রনি, কার্যনির্বাহী সদস্য এডোনিস বাবু তালুকদার, এমদাদুল হক রত্ন, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫