ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে পরাজিত হয়ে বেশ সমস্যায় বাংলাদেশ। চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনাও এখন অনেকটাই ফিকে হয়ে আসছে বাংলাদেশের।
এখন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। শুধু তাই নয়, এরপরে ভারতের যুবাদের সঙ্গেও জিততে হবে লাল-সবুজের পতাকাবাহীদের।
রোববার (২৯ মার্চ) টুর্নামেন্টের ফেভারিট উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটি। এ ম্যাচে পরাজিত হলে এক ম্যাচ হাতে থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে স্বাগতিকরা। এমনকি ড্র করলেও বাদ তারা। তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ বলেন, 'সিরিয়ার বিপক্ষে শুরুতেই দুটি গোল খেয়ে যাওয়ায়র ফলে খেলোয়াড়রা চাপে পড়ে যায়। যার কারণে পুরো ম্যাচে খারাপ খেলে ছেলেরা। '
সিরিয়ার বিপক্ষে চারটি গোল হজম প্রসঙ্গে ডাচ কোচ বলেন ‘সিরিয়ার কাছে বেশিরভাগ গোলই আমরা খেয়েছি সেটপিস থেকেই। ম্যাচে আমাদের রক্ষণভাগের খেলোয়াড়রা ব্যর্থ হয়েছে। ওই ম্যাচের ভুলগুলো কাটিয়ে উঠে আমরা আগামী ম্যাচে ভালো খেলতে চাই। ছেলেদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারাও ভালো করতে চায়। '
আর অধিনায়ক রায়হান হাসান কথা বলেলন কোচের সুরেই, ‘ম্যাচের প্রথমার্ধেই ভুল খেলেছি। ফলে ১৫ মিনিটে দুই গোল হজম করতে হয়। শুরুতে এভাবে গোল খেয়ে চাপে পড়ে যাই।
তিনি আরও বলেন, 'আমাদের পরবর্তী প্রতিপক্ষ উজবেকিস্তানের খেলা দেখেছি। আশা করি তাদের বিরুদ্ধে ভালো ফলাফল অর্জন করতে পারবো। '
উজবেকিস্তানের কোচ বখতিয়ার আশুরমাতভ বাংলাদেশ দল সম্পর্কে বলেছেন, ‘বাংলাদেশ দলটি বেশ ভালো। তাদের রক্ষণভাগ বেশ সুগঠিত মনে হচ্ছে আমার কাছে। আর বাংলাদেশের গরম আবহাওয়ার কারণে খেলোয়াড়দের খানিকটা সমস্যা হচ্ছে। এগুলো কাটিয়ে উঠতে পারলে ম্যাচে ভালো করতে পারবো। '
সু-খবর হলো নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন বাংলাদেশের হয়ে মাঠে নামবে দেশসেরা অন্যতম মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ বনাম টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উজবেকিস্তান।
আর দিনের প্রখম ম্যাচে একই ভেন্যুতে বিকেল ৩টায় সিরিয়ার যুবাদের মুখোমুখি হবে ভারতের যুবারা।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্ট, মার্চ ২৯, ২০১৫