ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে মাঠে নামে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এ ম্যাচে আতিথ্য দেয় আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলকে।
ঘরের মাঠে কানায়-কানায় পূর্ণ এমিরেটস স্টেডিয়ামে ৬০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার শুরুর একাদশে মাঠে পাঠান অসপিনা, মারতেসাকের, অ্যারন রামসে, মেসুত ওজিল, কাজোরলা, অ্যালেক্সিজ সানচেজ আর অলিভার জিরুদের মতো তারকাদের।
অন্য দিকে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য শুরুর একাদশে মাঠে পাঠান মিগনোলেট, হেন্ডারসন, লুকাস, মরেনো, মারকোভিচ, রাহিম স্টারলিং আর কোউতিনহোর মতো তারকাদের।
তবে, লিভারপুলকে প্রথম থেকেই চেপে ধরে স্বাগতিকরা। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রামসের অ্যাসিস্ট থেকে লিড নেওয়া গোলটি করেন আর্সেনালের হেক্টর বেলেরিন। এর তিন মিনিট পর আর্সেনালকে এগিয়ে দেন মেসুত ওজিল। আর প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাচের ৪৫তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন অ্যালেক্সিজ সানচেজ। তৃতীয় গোলের যোগানদাতাও ছিলেন রামসে।
৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনোল। বিরতি থেকে ফিরে স্বাগতিকরা গোল করতে না পারলেও ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন। ব্যবধান কমানো গোল করার পর ম্যাচের ৮৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয় লিভারপুল।
অতিথি দলের জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার এমরে কান লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
আর দশ জনের দলের বিপক্ষে দলের চতুর্থ আর নিজের প্রথম গোলটি আদায় করে নেন অলিভার জিরুদ। ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে অ্যালেক্সিজ সানচেজের অ্যাসিস্ট থেকে গোল আদায় করেন জিরুদ।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে খেলতে নামা আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
আর এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে আর্সেনাল। ৩১ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল তারা। সর্বোচ্চ ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। আর ৩১ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৫৪ পয়েন্ট। টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৫