ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শহীদ মুফতি কাসেদ ব্লিজড রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
শহীদ মুফতি কাসেদ ব্লিজড রেটিং দাবা প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও চেস প্লেয়ারস এসোসিয়েশনের আয়োজনে শহীদ মুফতি কাসেদ ব্লিজড রেটিং দাবা প্রতিযোগিতায় লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন পরাগ।

৬ পয়েন্ট করে পেয়ে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ, সোনালী ব্যাংক ক্রীড়া বিনোদন ক্লাবের মোঃ আবু হানিফ তৃতীয়, লিওনাইনের সোহেল চৌধুরী চতুর্থ, সুলতানা কামাল পাঠাগারের শেখ মোঃ খায়রুল ইসলাম পঞ্চম এবং মোহাম্মদ ইউসুফ ষষ্ঠ স্থান লাভ করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে দ্বাদশ স্থান লাভ করেছেন যথাক্রমে এস,এম, স্মরন, শফিক আহমেদ, মোঃ আবজিদ রহমান, আনিছুজ্জামান জুয়েল, মতিউর রহমান মামুন ও উতেন।

গোল্ডেন স্পোর্টেং ক্লাবের সহ-সভাপতি লেঃ কর্নেল (অবঃ) নূরুল হোসেন এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১৪৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।